সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
হ রিপাল, ২৪ সে এপ্রিল ; এলাকার বাসিন্দা, নাম জানাতে অনিচ্ছুক , তরফ থেকে জানা যাচ্ছে যে, এখানে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। ওনার মতে এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে পঞ্চায়েত প্রধান ও বিদায়ী বিধায়ক এর মদতে। এর পক্ষে তিনি কিছু প্রমান আমাদের কাছে পাঠিয়েছেন। সেগুলী এখানে তুলে ধরা হলো :- প্রশাসন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে গ্রামবাসী উপকৃত হবে । ঘটনার সত্যতা সংবাদ সারাদিন যাচাই করেনি।