সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
ডিসেম্বরেই আসতে চলেছে ভারতের বাজারে করোনার ভ্যাকসিন এই সময় যখন দাঁড়িয়ে ভারত করোনায় মৃতের দিক থেকে সপ্তম স্থান এ রয়েছে,, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা , প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সেই সংখ্যা , সেই সময় কিছুটা স্বস্তির নিঃস্বাস পাওয়া গেলো এই খবর টি পেয়ে যে ডিসেম্বরে মধ্যেই বাজারে আসতে চলেছে করোনার ভ্যাকসিন। সূত্রের খবর থেকে জানা যায় এই ভ্যাকসিন এর নূন্যতম দাম হতে পারে ১০০০ টাকা। তবে বিনা মূল্যেই সরকার বিলি করতে পারে এই ভ্যাকসিন, এমনটাই জানা যাচ্ছে উৎ...