সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
এই সময় যখন দাঁড়িয়ে ভারত করোনায় মৃতের দিক থেকে সপ্তম স্থান এ রয়েছে,, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা , প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সেই সংখ্যা , সেই সময় কিছুটা স্বস্তির নিঃস্বাস পাওয়া গেলো এই খবর টি পেয়ে যে ডিসেম্বরে মধ্যেই বাজারে আসতে চলেছে করোনার ভ্যাকসিন। সূত্রের খবর থেকে জানা যায় এই ভ্যাকসিন এর নূন্যতম দাম হতে পারে ১০০০ টাকা। তবে বিনা মূল্যেই সরকার বিলি করতে পারে এই ভ্যাকসিন, এমনটাই জানা যাচ্ছে উৎপাদক সংস্থার তরফ থেকে।
শোনা যাচ্ছে ভ্যাকসিন তৈরির কাজ ৯৮% সম্পূর্ণ হয়েছে। বাকি আছে কিছু ক্লিনিকাল ট্রায়াল।প্রথম দফায় ১৫০০ জনের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হবে। এই ভ্যাকসিন টি তৈরী হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি তে । শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে ১০০ কোটি ভ্যাকসিন তৈরী হয়ে এমনটাই আশ্বাস দিয়েছে সংস্থা। ভ্যাকসিন তৈরী হবে পুনের সিরাম ইনস্টিটিউট পুনে তে।
Comments
Post a Comment