Skip to main content

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র  কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান 

কিভাবে বাড়িতেই বানাবেন ডিটক্স ওয়াটার



 How to make detox water at home / detox water recipe


ডিটক্স ওয়াটার হলো খুব গুণসম্পন্ন একটি পানীয় যেটি নিয়মিত সেবন করলে শরীর থেকে খুব সহজেই টক্সিনস গুলি বেরিয়ে যায়। যার ফলে আমরা অনেক কিছু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাই । যেমন শরীরে অনেক এনার্জি অনেক সতেজ অনুভব হয়, স্কিন খুব উজ্জ্বল হয় , এছাড়াও ডিটক্স ওয়াটার এ পচুর পরিমানে মিনারেলস, এন্টিঅক্সিডেন্টস থাকে জেগুলিও শরীরে অনেক উপকারে লাগে । 

এটি শরীরে ডাইজেস্টিভ  সিস্টেম কে ও  ঠিক করে, এছাড়া ওজন কমানোর ক্ষেত্রে ও এর অপরিসীম  গুরুত্ব রয়েছে, এটি শরীরের মেটাবলিসম বৃদ্ধি তেও সাহায্য করে ।


ডিটক্স ওয়াটার বাড়িতে কিভাবে বানাবেন :-


উপকরণ-

১. ১২ টি শসার স্লাইস

২. ৬ টি লেবুর স্লাইস

৩. ১৮  গ্রাম  আদা কুচি 

৪. ১২ টি পুদিনা পাতা

৫. ২ লিটার জল 

 


একটি বড় পাত্রে ( স্টিল / কাঁচের পাত্র ) উপরের সবকটি উপাদান কে  দিয়ে  দিতে হবে । তারপর ২ লিটার মতো জল ঢেলে পাত্রে একটি ঢাকনা দিয়ে সারারাত রেখে দিতে হবে। এটি পান করার ২ ঘন্টা আগে করলেও হয় । কিন্তু সবচেয়ে ভালো হবে সারারাত ভিজিয়ে রাখলে । এরপর ৯ - ১০ ঘন্টা পর পাত্রের ঢাকনা খুলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে । ডিটক্স  ওয়াটার তৈরী । এবার এটিকে গার্নিশ করে পরিবেশন করুন ।


নিচের ভিডিও টি দেখলে ধারণাটি আরো বেশি সুস্পষ্ট হবে । 





Comments

Popular posts from this blog

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে আজকের দিনে সোনার দাম ৩৭,২৩০ টাকা প্রতি ১০ গ্রাম। কাল দাম ছিল ৩৭,৪০৪।  আজ দাম আছে ৩৭,১৬৯-৩৭৫২৬ এর মধ্যে। প্রতিদিনের সোনার দামের পরিবর্তন এর সম্ভাব্য তথ্য :-  তারিখ   দিন   কমপক্ষে   সর্বপক্ষে   দাম   ২২/১১  শুক্রবার   ৩৬,৭১৬  ৩৭,৮৩৪  ৩৭২৭৫  ২৫/১১  সোমবার   ৩৬৭০৭  ৩৭৮২৫  ৩৭২৬৬  ২৬/১১  মঙ্গলবার   ৩৬৯২৪  ৩৮০৪৮  ৩৭৪৮৬  ২৭/১১  বুধবার   ৩৬৬৮০  ৩৭৭৯৮  ৩৭২৩৯  ২৮/১১  বৃহস্পতিবার   ৩৬৭৭৮  ৩৭৮৯৮  ৩৭৩৩৮  ২৯/১১  শুক্রবার   ৩৭১৪৭ ...

করোনা ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন

করোনা  ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন  জানুন বিস্তারিত ভাবে কোথা থেকে কি ভাবে এলো এই মহামারী রোগ , এই রোগ হলে কি মৃত্যু নিশ্চিত ?তাহলে কেন বলা হচ্ছে সাবধান হতে কি করা উচিত আর কি নয় সেই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা।  পুরো বিষয় টি কে জানুন , নিজের মনের নানা প্রশ্ন, নানা সন্দেহ কে স্পষ্ট করুন  কি ব্যাপার  কি কি প্রটেকশন নিতে হবে সমস্ত কিছু জানার জন্য  লেখনী টি বিস্তারিত ভাবে পড়ুন। আপনা রা কখনো কোনো সময় এমন কোনো মহামহামারী রোগের কথা শুনেছেন যেটা মৃত্যু  র সারি লাগিয়ে দিতে পারে , যেমন প্লেগ  .. তেমন ই করোনা ভাইরাস হলো একটি মহামারী রোগ যেটি বিশ্বের  প্রায় বেশির ভাগ দেশ কে নিজের অধিগৃহীত করে নিয়েছে।  corona virus করোনা ভাইরাস এর প্রথম রিপোর্ট কবে এবং কোথায় পাওয়া যায় ? এটি প্রথম কেস পাওয়া যায় ২০১৯ এর নভেম্বর মাসে চীনের উহান শহরে। সেই সময়ে যারা সেই শহরে ছিল তাদের প্রায় বেশির ভাগের মধ্যে এই ইনফেকশন ছড়িয়ে পরে. যারা অন্নান্ন দেশ থেকে সেখানে পড়তে গিয়েছিলো বা চাকরি করতে গিয়েছিলো। বা বেড়াতে গিয়ে ছিল. তাদের মধ্যে ও এই ভাই...
হ রিপাল, ২৪  সে এপ্রিল ;  এলাকার বাসিন্দা, নাম জানাতে অনিচ্ছুক , তরফ থেকে জানা যাচ্ছে যে, এখানে  অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। ওনার মতে  এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে পঞ্চায়েত  প্রধান ও বিদায়ী বিধায়ক এর মদতে।  এর পক্ষে তিনি কিছু প্রমান  আমাদের কাছে পাঠিয়েছেন। সেগুলী  এখানে তুলে ধরা হলো :- প্রশাসন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে গ্রামবাসী উপকৃত হবে ।  ঘটনার সত্যতা সংবাদ সারাদিন যাচাই করেনি।