সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
সাইক্লোন বুলবুল রবিবার দিন সকালেই দিক পরিবর্তন করে বাংলাদেশ এ ঢুকে পরে কিন্তু বাংলায় ধ্বংস এবং মৃত্যুর পথ ছেড়ে যায়। দাবী করা হচ্ছে অন্তত কম পক্ষে নয়টি জীবন ছড়িয়ে আছে তিনটি জেলা জুড়ে। সন্ধে বেলা পর্যন্ত জানা গেছে, অন্তত ৪.৬ লক্ষ মানুষ এই সাইক্লোনে এর কবলিত এবং ৬০০০ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে । দুই পরগনা তেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী আজ আকাশ পথে বকখালি, কাকদ্বীপ, নামনামখান ঘুরে দেখলেন। কর্মকর্তাদের আশংকা এই সংখ্যা আরো বাড়তে পারে। বোর্ড ট্রলার এম ভি চন্দ্রানী তে আট জন মৎসজীবি বঙ্গোপসাগরের একটি দ্বীপে আটকে রয়েছেন খুঁজে পাওয়া যায়নি।
পাঁচজনের ( চারজন উত্তর ২৪ পরগনা থেকে এবং এক জন মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ) গাছ পরে মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় বাড়ি ভেঙে পরে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভোরের দিকে দুটি মানুষ হুগলী জেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান এবং ট্রলার এর ধাক্কায় সঞ্জয় দাস ( ৪৫ ) নামে একজন মারা যান।
রবিবার সকালে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য মন্ত্রী ক ডেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী কে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিমবঙ্গে এন.ডি.আর.এফ (ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স) এর দশটি টীম এবং ওড়িশা র ছয়টি দল কে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। তারা রাস্তা ঘাট পরিষ্কার ও ত্রাণ বিতরণ এ রাজ্য প্রশাসন ক সহায়তা করছে। এন. ডি. আর. এফ এর আরো আঠারো টি দল কে পাশে রাখা হয়েছে।
Comments
Post a Comment