সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
গুরু নানক জয়ন্তী বা গুরুপুরাব
গুরু নানক দেব জির পরিচয় :-
গুরু নানক হলেন শিখ দের দশ জন গুরুর মধ্যে প্রথম গুরু যিনি শিখ ধর্মের প্রবর্তন করেছিলেন। ১৪৬৯ সালে ১৫ ই এপ্রিল গুরু নানক এর জন্ম হয়। রাই ভৈ দি তালুবন্দি তে যেটি এখন পাকিস্তানের নানকানা সাহেব নামে পরিচিত। তাঁর পিতার নাম মেহেতা কালু এবং মাতার নাম মাতা তৃপ্তা । ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর কর্তারপুর, পাকিস্তান এ তিনি মারা যান।
গুরু নানক জয়ন্তী |
কি ভাবে পালন করা হয় এই গুরু নানক জয়ন্তী?
গুরুনানাক জয়ন্তী হলো তিন দিন ব্যাপী একটি উৎসব যেটি গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরে ও খুব ধুমধাম করে উৎযাপন করা হয়। গুরুনানক দেব এর জন্মদিন এর ২ দিন আগে থেকে অখণ্ড পাঠ করা হয় গুরুদ্বারা তে। এই ভাবে টানা ৪৮ ঘন্টা ধরে একটানা বিরতিহীন ভাবে শিখ দের পবিত্র ধর্ম গ্রন্থ "গ্রন্থ সাহেব" পাঠ করা হয়। জন্মদিনের একদিন আগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় যেটি পাঁচ পাইরাস এর নেতৃত্বে পরিচালিত হয় এবং নাগরকীর্তন নামে পরিচিত। শোভাযাত্রায় শিখ দের পতাকা যেটি নিশান সাহিব নাম পরিচিত এবং শ্রী গুরু গ্রন্থ সাহেব এর পালকি বহন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন গায়কের দল অংশ গ্রহণ করেন এবং ব্রাস ব্যান্ড এর সাথে স্তব করেন।
গুরু নানক এর জয়ন্তী র দিন মানুষ খুব ভোরে উঠে শিখ ধর্মগ্রন্থ থেকে নেওয়া আসা-দি- ভার বা কিছু সকালের স্তব গান করেন। গুরুদ্বার গুলিতে পুরোহিত রা গুরু নানক দেব জির প্রশংসা করে কবিতা শোনান। দুপুর এলাঙ্গার বা বিশেষ সম্প্রদায়ের মধ্যাহ্ন ভোজন এর আয়োজন করা হয় যা শিখ সম্প্রদায় ও অন্যরা উপভোগ করেন। "জাটকা" , যা একটি বিশেষ ধরণের সামরিক শিল্প মানুষ তরবারি দিয়ে এই অনুষ্ঠান প্রদর্শন করেন।
gurudwara |
Comments
Post a Comment