Skip to main content

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র  কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান 

গুরু নানক জয়ন্তী

গুরু  নানক জয়ন্তী  বা গুরুপুরাব 

আজ ১২ নভেম্বর, ২০১৯, গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে।
                                                   
                                                       
guru nanak jayanti , gurupurab ,
গুরুনানক দেব  


গুরু নানক দেব জির পরিচয় :-          

গুরু নানক  হলেন  শিখ দের  দশ  জন গুরুর মধ্যে প্রথম গুরু যিনি শিখ ধর্মের প্রবর্তন করেছিলেন।  ১৪৬৯ সালে ১৫ ই এপ্রিল গুরু নানক এর জন্ম হয়।  রাই ভৈ দি  তালুবন্দি তে   যেটি এখন পাকিস্তানের নানকানা  সাহেব নামে  পরিচিত।  তাঁর  পিতার নাম মেহেতা কালু এবং মাতার নাম মাতা তৃপ্তা । ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর কর্তারপুর, পাকিস্তান এ তিনি মারা যান। 

 gurunanak gurupurab , guru nanak jayanti
গুরু নানক জয়ন্তী 


কি ভাবে পালন করা হয় এই গুরু নানক জয়ন্তী?

গুরুনানাক জয়ন্তী হলো তিন দিন ব্যাপী একটি উৎসব যেটি গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরে ও খুব ধুমধাম করে উৎযাপন করা হয়। গুরুনানক দেব এর জন্মদিন এর ২ দিন আগে থেকে অখণ্ড পাঠ  করা হয়  গুরুদ্বারা তে।  এই ভাবে  টানা ৪৮ ঘন্টা ধরে  একটানা বিরতিহীন ভাবে শিখ দের  পবিত্র ধর্ম গ্রন্থ "গ্রন্থ সাহেব" পাঠ  করা হয়। জন্মদিনের একদিন আগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় যেটি পাঁচ পাইরাস এর নেতৃত্বে পরিচালিত হয় এবং নাগরকীর্তন নামে  পরিচিত।  শোভাযাত্রায় শিখ দের  পতাকা যেটি নিশান সাহিব নাম পরিচিত এবং শ্রী গুরু গ্রন্থ সাহেব এর পালকি বহন করা হয়। শোভাযাত্রায়  বিভিন্ন গায়কের দল  অংশ গ্রহণ করেন  এবং ব্রাস ব্যান্ড এর সাথে স্তব করেন। 

গুরু নানক  এর জয়ন্তী র দিন মানুষ খুব ভোরে উঠে শিখ ধর্মগ্রন্থ থেকে নেওয়া আসা-দি- ভার বা কিছু সকালের স্তব গান করেন।  গুরুদ্বার গুলিতে পুরোহিত রা গুরু নানক দেব জির প্রশংসা করে কবিতা শোনান।  দুপুর এলাঙ্গার বা বিশেষ সম্প্রদায়ের মধ্যাহ্ন ভোজন এর আয়োজন করা হয় যা শিখ সম্প্রদায় ও অন্যরা উপভোগ করেন। "জাটকা" , যা একটি বিশেষ ধরণের সামরিক শিল্প মানুষ তরবারি দিয়ে এই অনুষ্ঠান প্রদর্শন করেন। 
guru nanak jayanti , gurudwara
gurudwara 

Comments

Popular posts from this blog

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে আজকের দিনে সোনার দাম ৩৭,২৩০ টাকা প্রতি ১০ গ্রাম। কাল দাম ছিল ৩৭,৪০৪।  আজ দাম আছে ৩৭,১৬৯-৩৭৫২৬ এর মধ্যে। প্রতিদিনের সোনার দামের পরিবর্তন এর সম্ভাব্য তথ্য :-  তারিখ   দিন   কমপক্ষে   সর্বপক্ষে   দাম   ২২/১১  শুক্রবার   ৩৬,৭১৬  ৩৭,৮৩৪  ৩৭২৭৫  ২৫/১১  সোমবার   ৩৬৭০৭  ৩৭৮২৫  ৩৭২৬৬  ২৬/১১  মঙ্গলবার   ৩৬৯২৪  ৩৮০৪৮  ৩৭৪৮৬  ২৭/১১  বুধবার   ৩৬৬৮০  ৩৭৭৯৮  ৩৭২৩৯  ২৮/১১  বৃহস্পতিবার   ৩৬৭৭৮  ৩৭৮৯৮  ৩৭৩৩৮  ২৯/১১  শুক্রবার   ৩৭১৪৭ ...

করোনা ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন

করোনা  ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন  জানুন বিস্তারিত ভাবে কোথা থেকে কি ভাবে এলো এই মহামারী রোগ , এই রোগ হলে কি মৃত্যু নিশ্চিত ?তাহলে কেন বলা হচ্ছে সাবধান হতে কি করা উচিত আর কি নয় সেই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা।  পুরো বিষয় টি কে জানুন , নিজের মনের নানা প্রশ্ন, নানা সন্দেহ কে স্পষ্ট করুন  কি ব্যাপার  কি কি প্রটেকশন নিতে হবে সমস্ত কিছু জানার জন্য  লেখনী টি বিস্তারিত ভাবে পড়ুন। আপনা রা কখনো কোনো সময় এমন কোনো মহামহামারী রোগের কথা শুনেছেন যেটা মৃত্যু  র সারি লাগিয়ে দিতে পারে , যেমন প্লেগ  .. তেমন ই করোনা ভাইরাস হলো একটি মহামারী রোগ যেটি বিশ্বের  প্রায় বেশির ভাগ দেশ কে নিজের অধিগৃহীত করে নিয়েছে।  corona virus করোনা ভাইরাস এর প্রথম রিপোর্ট কবে এবং কোথায় পাওয়া যায় ? এটি প্রথম কেস পাওয়া যায় ২০১৯ এর নভেম্বর মাসে চীনের উহান শহরে। সেই সময়ে যারা সেই শহরে ছিল তাদের প্রায় বেশির ভাগের মধ্যে এই ইনফেকশন ছড়িয়ে পরে. যারা অন্নান্ন দেশ থেকে সেখানে পড়তে গিয়েছিলো বা চাকরি করতে গিয়েছিলো। বা বেড়াতে গিয়ে ছিল. তাদের মধ্যে ও এই ভাই...
হ রিপাল, ২৪  সে এপ্রিল ;  এলাকার বাসিন্দা, নাম জানাতে অনিচ্ছুক , তরফ থেকে জানা যাচ্ছে যে, এখানে  অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। ওনার মতে  এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে পঞ্চায়েত  প্রধান ও বিদায়ী বিধায়ক এর মদতে।  এর পক্ষে তিনি কিছু প্রমান  আমাদের কাছে পাঠিয়েছেন। সেগুলী  এখানে তুলে ধরা হলো :- প্রশাসন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে গ্রামবাসী উপকৃত হবে ।  ঘটনার সত্যতা সংবাদ সারাদিন যাচাই করেনি।