সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
গণমাধ্যম আজ বিক্রিত। আজকে যেখানে এক একটি সংবাদ মাধ্যম এক একটি রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে উঠছে সেখানে NDTV সাংবাদিক রাবিশ কুমার ওনার অসাধারণ সাংবাদিকতা দক্ষতার জন্য ম্যাগসেসে পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন । উনি সাংবাদিকতা কে কাজে লাগিয়েছেন কণ্ঠহীন কে কণ্ঠ দেওয়ার্ জন্য শুধু তাই নয় নিরপেক্ষ ভাবে কোনো শক্তিশালী রাজনৈতিক দলের হয়ে নয় নয় বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন। আর সেই জন্যই ওনাকে ২০১৯ সালে ম্যাগসেসে অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়। এই ম্যাগসেসে পুরস্কার কে এশিয়ার নোবেল পুরস্কার ও বলা হয়ে থাকে। আমরা ভারতবাসী ওনার প্রতি গর্বিত।
রাবিশ কুমার |
সাংবাদিক দুনিয়ার উজ্জ্বলনক্ষত্র রাবিশ কুমার।
তিনি যে যে পুরস্কার পেয়েছেন :-
১. ২০১৬ সালে তিনি মুম্বাই প্রেস ক্লাব এর তরফ থেকে শ্রেষ্ঠ সাংবাদিক এর তকমা পান।
২. ২০১৬ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসে ১০০ জন প্রভাবশালী ভারতীয় এর মধ্যে ১ জন হিসাবে নাম নথিভুক্ত করা হয়।
৩. ২০১৪ সালে ভারতের প্রেসিডেন্ট এর কাছ থেকে তিনি খুবই সম্মানীয় গনেশ শঙ্কর বিদ্যার্থী পুরস্কার পান।
৪. ২০১৭ সালে প্রথম কুলদীপ নেয়ার জার্নালিজম অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হন।
৫. রামনাথ গোয়েঙ্কা এক্সসেলেন্ট অ্যাওয়ার্ড পান ২০১৩ সালে সাংবাদিকতার জুন র একবার ২০১৭ সালে হিন্দি ভাষায় খবর পরিচালনা করার জন্য।
৬.গৌরী লঙ্কেশ অ্যাওয়ার্ড পান সাংবাদিকতার জন্য।
৭. আর তারপর ই এই রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দ্বারা ওনাকে ভূষিত করা হয়।
তিনি যে যে পুরস্কার পেয়েছেন :-
১. ২০১৬ সালে তিনি মুম্বাই প্রেস ক্লাব এর তরফ থেকে শ্রেষ্ঠ সাংবাদিক এর তকমা পান।
২. ২০১৬ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসে ১০০ জন প্রভাবশালী ভারতীয় এর মধ্যে ১ জন হিসাবে নাম নথিভুক্ত করা হয়।
৩. ২০১৪ সালে ভারতের প্রেসিডেন্ট এর কাছ থেকে তিনি খুবই সম্মানীয় গনেশ শঙ্কর বিদ্যার্থী পুরস্কার পান।
৪. ২০১৭ সালে প্রথম কুলদীপ নেয়ার জার্নালিজম অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হন।
৫. রামনাথ গোয়েঙ্কা এক্সসেলেন্ট অ্যাওয়ার্ড পান ২০১৩ সালে সাংবাদিকতার জুন র একবার ২০১৭ সালে হিন্দি ভাষায় খবর পরিচালনা করার জন্য।
৬.গৌরী লঙ্কেশ অ্যাওয়ার্ড পান সাংবাদিকতার জন্য।
৭. আর তারপর ই এই রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দ্বারা ওনাকে ভূষিত করা হয়।
Comments
Post a Comment