Skip to main content

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র  কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান 

জিরের কিছু বিশেষ গুন/ health benefits of cumin seeds

জিরের কিছু বিশেষ গুন

আপনারা হয়তো অনেকেই জানেন না জিরের কিছু বিশেষ স্বাস্থকর গুন রয়েছে সেগুলি জানলে আপনি ও অবাক হয়ে যাবেন। কিছু গুনের কথা প্রাচীন কাল থেকেই মানুষ জেনে আসছে আর কিছু গুনের কথা নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে। নিচে জিরের কিছু বিশেষ গুন্ সম্পর্কে আলোচনা করা হলো :-


benefits of cumin seeds, benefits of jeera water, benefits of cumin water in empty stomach,benefits of jeera water
benefits of jeera



১. হজমক্ষমতা বাড়ায় 

    জিরের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন হল  জিরে ভীষণ ভাবে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এটি  হজমে সহায়তা করে এমন কিছু এনজাইম এর কর্ম ক্ষমতা কে বাড়িয়ে তোলে , তাই এটি হজম শক্তির গতি কে দ্রুত করে দেয়। 

২. IRON এর একটি দারুন উৎস 

    এক চামচ জীরে তে রয়েছে ১.৪ মিলিগ্রাম IRON  অথবা ১৭.৫% RDI প্রাপ্ত বয়স্কদের জন্য। বিশেষত বলে রাখাবরাখা ভালো বাচাদের শরীরে বৃদ্ধির   জন্য IRON  এবং মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় ভীষণ ভাবে IRON এর দরকার।

পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনো যথেষ্ট পরিমান এ IRON  পায়না। আমাদের নিত্যদিনের যে IRON প্রয়োজন তার ২০% এই জীরে পূরণ করতে পারে।
,
৩.এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ও কাজ করে 
 
    জীরে র মধ্যে কিছু উদ্ভিদ যৌগ  রয়েছে যেগুলি TERPENES , PHENOLS , FLAVONOIDS  ALKALOIDS এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। 

৪.এটি ব্লাড সুগার নিয়ন্ত্রন করে 

৫. এটি ব্লাড কোলেস্ট্রল  এর উন্নতি করে 

    একটি সমীক্ষা থেকে জানা গেছে যে অধিক মাত্রায় জীরে নিলে এটি গুড কোলেস্টরোল বৃদ্ধি করে এবং ব্যাড কোলেস্টরোল কমাতে সাহায্য করে। 

৬. এটি  ওজন কমাতে ও সহায়তা করে 
      
একটি সমীক্ষা থেকে জানা গেছে যে ৮৮ জন অতিরিক্ত ওজন সমৃদ্ধ মহিলার ওপর পরীক্ষা করে দেখা গেছে যে যারা ৩ গ্রাম জীরে র সাথে দই নিয়েছে না তাদের ওজন বেশি কমেছে তুলনামূলক ভাবে যারা জীরে ছাড়া দই নিয়েছেন। 

৭. এটি খাবার থেকে জন্মানো ব্যাকটেরিয়া ও FUNGUS  কে শেষ করে দেয় 


অন্যান মসলার মতো জীরে এর মধ্যে এন্টিব্যাস্টেরিয়াল প্রপার্টি আছে যা খাবার এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া , FUNGUS  গুলিইর বৃদ্ধি রোধ করে। 

আপনাদের কতটা জীরে ব্যবহার করা উচিত?

জীরের প্রচুর উপকারিতা রয়েছে। আপনারা জীরের সমস্ত উপকারিতা পেতে পারেন রান্নায় ফোড়ন হিসাবে ব্যবহার করে বা জীরে  গুঁড়ো খেয়ে। 
এই যে মাত্রা এ থেকে ও আপনি পেতে পারেন এন্টিঅক্সিডেন্টস, IRON , সুগার থেকে নিয়ন্ত্রণ।

      
  বাড়িতে জীরে ওয়াটার কিভাবে বানাবেন সেটি নিচে একটি ভিডিওর মাধ্যমে দেওয়া হলো :-



Comments

Post a Comment

Popular posts from this blog

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে আজকের দিনে সোনার দাম ৩৭,২৩০ টাকা প্রতি ১০ গ্রাম। কাল দাম ছিল ৩৭,৪০৪।  আজ দাম আছে ৩৭,১৬৯-৩৭৫২৬ এর মধ্যে। প্রতিদিনের সোনার দামের পরিবর্তন এর সম্ভাব্য তথ্য :-  তারিখ   দিন   কমপক্ষে   সর্বপক্ষে   দাম   ২২/১১  শুক্রবার   ৩৬,৭১৬  ৩৭,৮৩৪  ৩৭২৭৫  ২৫/১১  সোমবার   ৩৬৭০৭  ৩৭৮২৫  ৩৭২৬৬  ২৬/১১  মঙ্গলবার   ৩৬৯২৪  ৩৮০৪৮  ৩৭৪৮৬  ২৭/১১  বুধবার   ৩৬৬৮০  ৩৭৭৯৮  ৩৭২৩৯  ২৮/১১  বৃহস্পতিবার   ৩৬৭৭৮  ৩৭৮৯৮  ৩৭৩৩৮  ২৯/১১  শুক্রবার   ৩৭১৪৭ ...

করোনা ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন

করোনা  ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন  জানুন বিস্তারিত ভাবে কোথা থেকে কি ভাবে এলো এই মহামারী রোগ , এই রোগ হলে কি মৃত্যু নিশ্চিত ?তাহলে কেন বলা হচ্ছে সাবধান হতে কি করা উচিত আর কি নয় সেই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা।  পুরো বিষয় টি কে জানুন , নিজের মনের নানা প্রশ্ন, নানা সন্দেহ কে স্পষ্ট করুন  কি ব্যাপার  কি কি প্রটেকশন নিতে হবে সমস্ত কিছু জানার জন্য  লেখনী টি বিস্তারিত ভাবে পড়ুন। আপনা রা কখনো কোনো সময় এমন কোনো মহামহামারী রোগের কথা শুনেছেন যেটা মৃত্যু  র সারি লাগিয়ে দিতে পারে , যেমন প্লেগ  .. তেমন ই করোনা ভাইরাস হলো একটি মহামারী রোগ যেটি বিশ্বের  প্রায় বেশির ভাগ দেশ কে নিজের অধিগৃহীত করে নিয়েছে।  corona virus করোনা ভাইরাস এর প্রথম রিপোর্ট কবে এবং কোথায় পাওয়া যায় ? এটি প্রথম কেস পাওয়া যায় ২০১৯ এর নভেম্বর মাসে চীনের উহান শহরে। সেই সময়ে যারা সেই শহরে ছিল তাদের প্রায় বেশির ভাগের মধ্যে এই ইনফেকশন ছড়িয়ে পরে. যারা অন্নান্ন দেশ থেকে সেখানে পড়তে গিয়েছিলো বা চাকরি করতে গিয়েছিলো। বা বেড়াতে গিয়ে ছিল. তাদের মধ্যে ও এই ভাই...

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র  কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান