সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান
আপনার টাকা কোথায় থাকবে সুরক্ষিত
সম্প্রতি দিল্লি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এর কাছে প্রশ্ন রেখেছেন যে , ভারতীয় নাগরিক যারা তাদের টাকা ব্যাঙ্ক এ রাখেন তাদের টাকা পয়সার গ্যারান্টী ব্যাঙ্ক কতদূর পর্যন্ত নেবে? এর উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ব্যাঙ্ক গুলি ১ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টী সহকারে ফেরত দেবে। বাকি টাকার গ্যারান্টি ব্যাঙ্ক নেবে না যদি কোনো কারণ বশত ব্যাঙ্ক এর লস বা ক্ষতি হয়।
তাহলে কে নেবে আপনার টাকার পুরো গ্যারান্টী
অন্যদিকে পোস্ট অফিস আপনার পুরো টাকার গ্যারান্টি নেবে। কেন্দ্রীয় সরকার অধীনস্ত এই পোস্ট অফিস এ আপনি ১০ টাকা রাখুন বা ১ কোটি টাকা , পোস্ট অফিস এর লাভ হোক বা ক্ষতি , আপনার জমানো টাকা সুদ সমেত গ্যারান্টী সহকারে ফেরত পাবেন।
ব্যাঙ্ক আর পোস্ট অফিস এর মধ্যে পার্থক্য কোথায়
আসলে ব্যাঙ্ক গুলি আমাদের থেকে টাকা নিয়ে ব্যবসা করে। ধরে নিন কেউ লোন নিচ্ছে ব্যাঙ্ক থেকে , সেই টাকা ব্যাঙ্ক কোথা থেকে দিচ্ছে? আমার আপনার টাকা থেকেই দিচ্ছে। অন্যদিকে পোস্ট অফিস আপনার থেকে যে টাকা নিচ্ছে তা কেন্দ্রীয় সরকার নিজের কাজে লাগাচ্ছে। আর তাই কেন্দ্রীয় সরকার লাভ হোক বা ক্ষতি আপনার পুরো টাকার গ্যারান্টী নিচ্ছে এবং সুদ সমেত আপনাকে ফেরত দেওয়া হবে.
এত কিছু বলার অর্থ হলো আপনাদের সতর্ক করা এবং জানানো। তাই বলে এমন টাও নয় যে ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা তুলে নিয়ে পোস্ট অফিস এ দিয়ে দিতে। কিন্তু পোস্ট অফিস এ সুদের হার ও বেশি। সুতরাং সেভিংস করতেই পারেন। কেননা এই দুটি সংস্থা র নিজস্ব কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। কাজেই কোনটার কি সুবিধাএবং কি নয় সে সম্পর্কে জানতে চোখ রাখুন আগামী পোস্ট এ।
এত কিছু বলার অর্থ হলো আপনাদের সতর্ক করা এবং জানানো। তাই বলে এমন টাও নয় যে ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা তুলে নিয়ে পোস্ট অফিস এ দিয়ে দিতে। কিন্তু পোস্ট অফিস এ সুদের হার ও বেশি। সুতরাং সেভিংস করতেই পারেন। কেননা এই দুটি সংস্থা র নিজস্ব কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। কাজেই কোনটার কি সুবিধাএবং কি নয় সে সম্পর্কে জানতে চোখ রাখুন আগামী পোস্ট এ।
Comments
Post a Comment