Skip to main content

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান

সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত র  কন্ঠে গাওয়া অতুলপ্রসাদ এর গান 

অর্ণব গোস্বামী

অর্ণব গোস্বামী  

কে এই অর্ণব গোস্বামী?

অর্ণব গোস্বামী হচ্ছেন একজন ভারতীয় পত্রকার,যিনি হলেন রিপাবলিক টিভি র পরিচালন অধিকর্তা এবং  প্রধান পরিচালক। গোস্বামীর রিপাবলিক মিডিয়া বর্তমানে ২ টি চ্যানেল চালায় , একটি রিপাবলিক মিডিয়া ইংরেজি তে এবং অন্য টি রিপাব্লিসিভার্ট হিন্দি তে।  রিপাবলিক টিভি র পূর্বে গোস্বামী  Times Now  এবং  ET  Now  এর প্রধান পরিচালক, ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত। Times Now এ তিনি  একটি খবর পরিবেশন করতেন The Newshour  নাম, যেটি একটি  live  debate show , সেটি তাকে প্রচুর জনপ্রিয়তা এনেদিয়েছিলো। 

truth of Arnab Goswami
souce: twitter(Arnab Goswami)


জেনে নেওয়া যাক কিছু তথ্য তার সম্বন্ধে 

পরিবার :-

জন্ম:-  অর্ণব গোস্বামী আসামের গুয়াহাটি তে ১৯৭৩ সালের ৭ ই মার্চ জন্ম গ্রহণ করেন এক অসমীয়া পরিবারে। 

মাতা:-সুপ্রভা গোস্বামী 

পিতা :-মনোরঞ্জন গোস্বামী 

মনোরঞ্জন গোস্বামী ছিলেন একজন আর্মি অফিসার এবং মাতা সুপ্রভা গোস্বামী ছিলেন একজন লেখিকা। 

শিক্ষা :- 

একজন আর্মি অফিসারের পুত্র হিসাবে তিনি ভারতবর্সের  বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন। তিনি দিল্লী ক্যান্টনমেন্ট এর সেন্ট মেরিস স্কুল থেকে দশম শ্রেণী পাস করেন। দ্বাদশ শ্রেণী পাস করেন কেন্দ্রিয় বিদ্যালয় , জাব্বালপুর ক্যান্টনমেন্ট থেকে। 

গোস্বামী দিল্লী বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে সোসিওলজি তে স্নাতক ডিগ্রী করেন।  ১৯৯৪ সালে গোস্বামী সোসিও এনথ্রোপোলজি তে মাস্টার ডিগ্রী করেন  সেন্ট এন্টোনি  কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। 

কর্মজীবন:-

গোস্বামী তার কর্মজীবন শুরু করেন দ্য টেলিগ্রাফ, কলকাতা তে একজন সাংবাদিক হিসাবে।  এক বছরের ও কম সয় পরে তিনি দিল্লী চলে যান এবং NDTV তে যোগদান করেন।  গোস্বামী NDTV তে ১৯৯৬ - ২০০৬ পর্যন্ত কাজ করেন।  NDTV তে NEWS TONIGHT ছিল একটি জনপ্রিয় শো।  যেটি ডিডি মেট্রো তেওঁ টেলিকাস্ট হতো।  সেটির জন্য তিনি BEST NEWS ANCHOR OF ASIA  ২০০৪ খেতাব  পেয়েছিলেন , এশিয়ান টেলিভশন অ্যাওয়ার্ড ২০০৪ এ। সেখান থেকে রিপাবলিক টিভি পর্যন্ত ওনার যাত্রার কথা অনেকেই জানেন। 



বই :-

২০০২ সালে গোস্বামী একটি বই লেখেন , যেটির নাম COMBATING  TERRORISM ; THE LEGAL CHALLENGE .

সমালোচনা :-

বিভিন্ন সময়ে নানা রকম সমালোচনার শিকার হতে হয়েছে তাকে।  তার মধ্যে একটি হলো তার বিরুদ্ধে  ভারতীয় জনতা পার্টি  অর্থাৎ BJP র হয়ে  এবং বিভিন্ন পরিস্থিতি তে হিন্দুত্ববাদের সমর্থনে মতামত পূর্ণ রিপোর্টিং অভিযোগ আনা হয়েছে। 

সম্মান :-

গোস্বামী ২০০৮ সালে RAMNATH  GOENKA AWARD FOR  EXCELLENCE IN  JOURNALISM ( টিভি) পুরস্কার লাভ করেন। 

৮ ই ডিসেম্বর ২০১৯ , তিনি সবসম্মতি ক্রমে নিউস ব্রডকাস্টিং ফেডারেশন এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন , প্রায় ৭৮ টি চ্যানেল এর একটি নতুন গঠিত ফেডারেশন। 


Comments

Popular posts from this blog

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে

জানুন বিস্তারিত আগামী দিনে সোনার দামে কি পরিবর্তন হতে চলেছে আজকের দিনে সোনার দাম ৩৭,২৩০ টাকা প্রতি ১০ গ্রাম। কাল দাম ছিল ৩৭,৪০৪।  আজ দাম আছে ৩৭,১৬৯-৩৭৫২৬ এর মধ্যে। প্রতিদিনের সোনার দামের পরিবর্তন এর সম্ভাব্য তথ্য :-  তারিখ   দিন   কমপক্ষে   সর্বপক্ষে   দাম   ২২/১১  শুক্রবার   ৩৬,৭১৬  ৩৭,৮৩৪  ৩৭২৭৫  ২৫/১১  সোমবার   ৩৬৭০৭  ৩৭৮২৫  ৩৭২৬৬  ২৬/১১  মঙ্গলবার   ৩৬৯২৪  ৩৮০৪৮  ৩৭৪৮৬  ২৭/১১  বুধবার   ৩৬৬৮০  ৩৭৭৯৮  ৩৭২৩৯  ২৮/১১  বৃহস্পতিবার   ৩৬৭৭৮  ৩৭৮৯৮  ৩৭৩৩৮  ২৯/১১  শুক্রবার   ৩৭১৪৭ ...

করোনা ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন

করোনা  ভাইরাস এর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন  জানুন বিস্তারিত ভাবে কোথা থেকে কি ভাবে এলো এই মহামারী রোগ , এই রোগ হলে কি মৃত্যু নিশ্চিত ?তাহলে কেন বলা হচ্ছে সাবধান হতে কি করা উচিত আর কি নয় সেই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা।  পুরো বিষয় টি কে জানুন , নিজের মনের নানা প্রশ্ন, নানা সন্দেহ কে স্পষ্ট করুন  কি ব্যাপার  কি কি প্রটেকশন নিতে হবে সমস্ত কিছু জানার জন্য  লেখনী টি বিস্তারিত ভাবে পড়ুন। আপনা রা কখনো কোনো সময় এমন কোনো মহামহামারী রোগের কথা শুনেছেন যেটা মৃত্যু  র সারি লাগিয়ে দিতে পারে , যেমন প্লেগ  .. তেমন ই করোনা ভাইরাস হলো একটি মহামারী রোগ যেটি বিশ্বের  প্রায় বেশির ভাগ দেশ কে নিজের অধিগৃহীত করে নিয়েছে।  corona virus করোনা ভাইরাস এর প্রথম রিপোর্ট কবে এবং কোথায় পাওয়া যায় ? এটি প্রথম কেস পাওয়া যায় ২০১৯ এর নভেম্বর মাসে চীনের উহান শহরে। সেই সময়ে যারা সেই শহরে ছিল তাদের প্রায় বেশির ভাগের মধ্যে এই ইনফেকশন ছড়িয়ে পরে. যারা অন্নান্ন দেশ থেকে সেখানে পড়তে গিয়েছিলো বা চাকরি করতে গিয়েছিলো। বা বেড়াতে গিয়ে ছিল. তাদের মধ্যে ও এই ভাই...
হ রিপাল, ২৪  সে এপ্রিল ;  এলাকার বাসিন্দা, নাম জানাতে অনিচ্ছুক , তরফ থেকে জানা যাচ্ছে যে, এখানে  অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। ওনার মতে  এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে পঞ্চায়েত  প্রধান ও বিদায়ী বিধায়ক এর মদতে।  এর পক্ষে তিনি কিছু প্রমান  আমাদের কাছে পাঠিয়েছেন। সেগুলী  এখানে তুলে ধরা হলো :- প্রশাসন এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে গ্রামবাসী উপকৃত হবে ।  ঘটনার সত্যতা সংবাদ সারাদিন যাচাই করেনি।