অর্ণব গোস্বামী
কে এই অর্ণব গোস্বামী?
অর্ণব গোস্বামী হচ্ছেন একজন ভারতীয় পত্রকার,যিনি হলেন রিপাবলিক টিভি র পরিচালন অধিকর্তা এবং প্রধান পরিচালক। গোস্বামীর রিপাবলিক মিডিয়া বর্তমানে ২ টি চ্যানেল চালায় , একটি রিপাবলিক মিডিয়া ইংরেজি তে এবং অন্য টি রিপাব্লিসিভার্ট হিন্দি তে। রিপাবলিক টিভি র পূর্বে গোস্বামী Times Now এবং ET Now এর প্রধান পরিচালক, ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত। Times Now এ তিনি একটি খবর পরিবেশন করতেন The Newshour নাম, যেটি একটি live debate show , সেটি তাকে প্রচুর জনপ্রিয়তা এনেদিয়েছিলো।
truth of Arnab Goswami souce: twitter(Arnab Goswami) |
জেনে নেওয়া যাক কিছু তথ্য তার সম্বন্ধে
পরিবার :-
জন্ম:- অর্ণব গোস্বামী আসামের গুয়াহাটি তে ১৯৭৩ সালের ৭ ই মার্চ জন্ম গ্রহণ করেন এক অসমীয়া পরিবারে।
মাতা:-সুপ্রভা গোস্বামী
পিতা :-মনোরঞ্জন গোস্বামী
মনোরঞ্জন গোস্বামী ছিলেন একজন আর্মি অফিসার এবং মাতা সুপ্রভা গোস্বামী ছিলেন একজন লেখিকা।
শিক্ষা :-
একজন আর্মি অফিসারের পুত্র হিসাবে তিনি ভারতবর্সের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন। তিনি দিল্লী ক্যান্টনমেন্ট এর সেন্ট মেরিস স্কুল থেকে দশম শ্রেণী পাস করেন। দ্বাদশ শ্রেণী পাস করেন কেন্দ্রিয় বিদ্যালয় , জাব্বালপুর ক্যান্টনমেন্ট থেকে।
গোস্বামী দিল্লী বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে সোসিওলজি তে স্নাতক ডিগ্রী করেন। ১৯৯৪ সালে গোস্বামী সোসিও এনথ্রোপোলজি তে মাস্টার ডিগ্রী করেন সেন্ট এন্টোনি কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।
কর্মজীবন:-
গোস্বামী তার কর্মজীবন শুরু করেন দ্য টেলিগ্রাফ, কলকাতা তে একজন সাংবাদিক হিসাবে। এক বছরের ও কম সয় পরে তিনি দিল্লী চলে যান এবং NDTV তে যোগদান করেন। গোস্বামী NDTV তে ১৯৯৬ - ২০০৬ পর্যন্ত কাজ করেন। NDTV তে NEWS TONIGHT ছিল একটি জনপ্রিয় শো। যেটি ডিডি মেট্রো তেওঁ টেলিকাস্ট হতো। সেটির জন্য তিনি BEST NEWS ANCHOR OF ASIA ২০০৪ খেতাব পেয়েছিলেন , এশিয়ান টেলিভশন অ্যাওয়ার্ড ২০০৪ এ। সেখান থেকে রিপাবলিক টিভি পর্যন্ত ওনার যাত্রার কথা অনেকেই জানেন।
বই :-
২০০২ সালে গোস্বামী একটি বই লেখেন , যেটির নাম COMBATING TERRORISM ; THE LEGAL CHALLENGE .
সমালোচনা :-
বিভিন্ন সময়ে নানা রকম সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তার মধ্যে একটি হলো তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ BJP র হয়ে এবং বিভিন্ন পরিস্থিতি তে হিন্দুত্ববাদের সমর্থনে মতামত পূর্ণ রিপোর্টিং অভিযোগ আনা হয়েছে।
সম্মান :-
গোস্বামী ২০০৮ সালে RAMNATH GOENKA AWARD FOR EXCELLENCE IN JOURNALISM ( টিভি) পুরস্কার লাভ করেন।
৮ ই ডিসেম্বর ২০১৯ , তিনি সবসম্মতি ক্রমে নিউস ব্রডকাস্টিং ফেডারেশন এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন , প্রায় ৭৮ টি চ্যানেল এর একটি নতুন গঠিত ফেডারেশন।
Comments
Post a Comment