সংবাদ সারাদিন
কবি পরিচিতি:- বাংলা কাব্যসাহিত্যের দুই বাংলার জনপ্রিয় কবি ও বেতার কণ্ঠস্বর - বিদ্যুৎ ভৌমিক।
কবি বিদ্যুৎ ভৌমিক |
জন্ম:- ১৬ ই জুন ১৯৬৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার ঐতিহাসিক শহর শ্রীরামপুরের শিক্ষিত পরিবারে।
মাত্র ৮ বছর বয়সে সত্যজিৎ রায় সম্পাদিত " সন্দেশ"পত্রিকা দিয়ে প্রথম লেখালিখির সূচনা।
লেখনী:- বাংলা সাহিত্যের প্রথম শ্রেণীর পত্র পত্রিকায় , লিটল ম্যাগাজিনে, কবিতা সংকলনে তিনি সুদীর্ঘ ৪০ বছর ধরে একটানা লিখে চলেছেন।
কাব্যগ্রন্থ:-
তাঁর বেশ কিছু কাব্যগ্রন্থের মধ্যে জনপ্রিয় হলো>
১. কথা না রাখার কথা
২. নির্বাচিত কবিতা
৩. গাছ বৃষ্টি চোখের পাতা ভিজিয়ে ছিল
৪. নীল কলম ও একান্নটা চুমু ইত্যাদি।
বর্তমানে একজন কলকাতার জনপ্রিয় বাচিক শিল্পী হিসাবে তিনি তাঁর কণ্ঠে কবিতা নিয়মিত ভাবে শুনে আসছেন কবিতা প্রিয় শ্রোতা বন্ধুরা। দেশ ও বিদেশ থেকে কবি- বিদ্যুৎ ভৌমিক পেয়েছেন বহু পুরস্কার ও সাহিত্য সম্মান।
কবি-" বিদ্যুৎ ভৌমিক" এর নিবাস-
ছায়ানীড় -
৬৫/১৭, ফিরিঙ্গি ডাঙা লেন , মল্লিকপাড়া , সূচক ৭১২২০৩ শ্রীরামপুর , হুগলী, ভারত, পশ্চিমবঙ্গ।
যোগাযোগ:- ৬২৯০২৪৬৯৩২
ReplyForward |
Very nice
ReplyDelete